লন্ডনের আঙিনা এর ২১তম পর্বে থাকছেন ড. তাবারক হোসেন ও করবী ঘোষ
প্রকাশিত হয়েছে : ০১ ডিসেম্বর ২০২০, ৪:১৬:৩৬ অপরাহ্ন
লন্ডনের আঙিনা এর ২১তম পর্বে থাকছেন ড. তাবারক হোসেন ও করবী ঘোষ
লেখক ও আবৃত্তিশিল্পী শিমুল পারভীনের উপস্থাপনায় লন্ডনের আঙিনার ২১তম পর্ব অনুষ্ঠিত হবে আগামী ২ ডিসেম্বর বুধবার। এ পর্বে অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশের প্রখ্যাত কথাসাহিত্যিক ড. তাবারক হোসেন এবং কলকাতার বিশিষ্ট সংগীত শিল্পী করবী ঘোষ।
কথাসাহিত্যিক ড. তাবারক হোসেন যিনি ইতিমধ্যে তার মোটিভেশন প্রতিদিন সহ আরো একাধিক বইয়ের মাধ্যমে খ্যাতি পেয়েছেন দেশে ও বিদেশে। জালালাবাদ টিভির লন্ডনের আঙিনায় এই পর্বে বাংলা সাহিত্য নারী বিষয়ে কথা বলবেন তিনি। আর বিশিষ্ট সংগীত শিল্পী করবী ঘোষ থাকবেন তার গানের ডালি নিয়ে এ পর্বে।
অনুষ্ঠানের সঞ্চালক শিমুল পারভীন নারী বিষয়ে তার প্রিয় কবিতা পড়ে শোনাবেন এ অনুষ্ঠানে।
অনুষ্ঠানটি জালালাবাদ টিভির অফিসিয়াল ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেলে সরাসরি সম্প্রচার করা হবে।
www.facebook.com/JalalabadTV