জালালাবাদ টিভির সকল অনুষ্ঠান ৩টি মাধ্যমে সরাসরি সম্প্রচার করা হচ্ছে
প্রকাশিত হয়েছে : ৩১ অক্টোবর ২০২০, ১২:০০:৪৬ অপরাহ্ন
জালালাবাদ টিভি রিপোর্টঃ জালালাবাদ টিভির সকল অনুষ্ঠান ৩টি মাধ্যমে সরাসরি সম্প্রচার করা হয়। ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল এবং নিজস্ব ওয়েবসাইট। এর যে কোন একটির মাধ্যমে আপনি আমাদের সকল অনুষ্ঠান দেখতে পাবেন। আমাদের ফেসবুক পেজ লাইক এবং ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন।
নিচে লিংক দেয়া হল।
ফেসবুকঃ
www.facebook.com/JalalabadTv
www.facebook.com/JtvUK
ইউটিউবঃ
www.youtube.com/Jalalabad
ওয়েবসাইটঃ
www.jalalabad.tv
ফেসবুক পেজে ১ মিলিয়নের কাছাকাছি লাইক। ১ মিলিয়ন হতে আপনাদের সহযোগিতা চাই
www.facebook.com/JalalabadTV
জালালাবাদ টিভির পক্ষ থেকে দেশ-বিদেশে অবস্থানরত সকল ফলোয়ার, ভিউয়ার এবং শুভাকাঙ্খীদের জানাচ্ছি আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা। আপনাদের সকলের সহযোগিতা এবং ভালোবাসায় জালালাবাদ টিভির পেজ আজ ৯,৬৬,২৪০ লাইক অতিক্রম করল।
ইউটিউব চ্যানেলে ২ লাখ সাবস্ক্রাইবার করতে আপনিও এগিয়ে আসুন, সহযোগিতা কামনা করছি।
www.youtube.com/Jalalabad
জালালাবাদ টিভির ইউটিউব চ্যানেল বর্তমানে সাবস্ক্রাইবার ১ লাখ ৯৪ হাজার (১,৯৪,০০০)। আপনাদের সহযোগিতা পেলে এটি ২ লাখ অতিক্রম করবে শিঘ্রই। আপনি সাবস্ক্রাইব করে বন্ধুদের আহ্বান করার জন্য বিশেষ ভাবে অনুরোধ করা যাচ্ছে।
ওয়েবসাইটের মাধ্যমে আমাদের অনুষ্ঠান উপভোগ করতে পারেন। পরামর্শ দিন।
www.jalalabad.tv
জালালাবাদ টিভির অনুষ্ঠান ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেলের পাশাপাশি আমাদের নিজস্ব ওয়েবসাইটের মাধ্যমেও উপভোগ করতে পারেন। ওয়েবসাইটের আপনার বিজ্ঞাপন দিন, সহযোগিতা করুন।
প্রবাসে জন্ম নেওয়া বাংলাদেশি নতুন প্রজন্মের মধ্যে দেশীয় সামাজিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক চর্চা এবং সম্পর্ক বাড়ানোর অঙ্গীকার নিয়েই জালালাবাদ টিভি সকল অনুষ্ঠান সম্প্রচার করে যাচ্ছে। আমরা প্রবাসী বাংলাদেশীদের সমস্যা-সম্ভাবনা, সুখ-দুঃখ এবং স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে কাজ করে যাব।
আমাদের সঙ্গে থাকুন। পরামর্শ দিয়ে সহযোগিতা করুন। জালালাবাদ টিভির ফেসবুক পেজ লাইক দিন, ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন। টুইটার, ইনস্টাগ্রাম, টিকটক ফলো করুন।
জালালাবাদ টিভি পরিচালনায় অনেকেই সহযোগিতা করে যাচ্ছেন। আপনাদের কাছে কৃতজ্ঞ। আমরা চাই আপনাদের মতামতকে প্রাধান্য দিয়ে অনুষ্ঠান সাজাতে। আপনিও পরামর্শ দিন, সহযোগিতা করুন।
আমাদের সকল ভিউয়ার এবং শুভাকাঙ্খীদের জানাচ্ছ কৃতজ্ঞতা এবং অভিনন্দন। ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিরাপদ থাকুন।
||
আনোয়ার শাহজাহান
সিইও
জালালাবাদ টিভি লিমিটেড
UK Company Registration number 12637826
ইউটিউব |
www.YouTube.com/Jalalabad
ফেসবুক |
www.facebook.com/JalalabadTV
www.facebook.com/JtvUK
টুইটার |
www.twitter.com/JalalabadTV
ইনস্টাগ্রাম |
www.instagram.com/JalalabadTV
ওয়েবসাইট |
www.jalalabad.tv
Jalalabad TV – Connecting Globally