লন্ডনের আঙিনা’র ৭ম পর্বে উপস্থিত ছিলেন দুই বাংলার শিল্পীবৃন্দ
প্রকাশিত হয়েছে : ০৭ সেপ্টেম্বর ২০২০, ৪:১২:৫৭ অপরাহ্ন
ব্রিটেনের স্বনামধন্য অনলাইন টেলিভিশন জালালাবাদ টিভিতে নামে গান, কবিতা এবং আড্ডার আসর নিয়ে লন্ডনের আঙিনা নামে একটি ধারাবাহিক অনুষ্ঠান শুরু হয়েছে ৮ আগষ্ট ২০২০। লেখক ও আবৃত্তিশিল্পী শিমুল পারভীনের উপস্থাপনায় প্রথম পর্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ থেকে সঙ্গীতশিল্পী তারেক সৈয়দ এবং কবি ও গল্পকার কানিজ পারিজাত এবং ভারত থেকে কবি ও বাচিক শিল্পী অমিত চক্রবর্তী।
গত ৫ সেপ্টেম্বর শনিবার ৭ম পর্বে উপস্থিত ছিল দুই বাংলার খ্যাতনামা শিল্পীবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন ভারতের বিশিষ্ট বাচিকশিল্পী বিমল কোনার ও বিশিষ্ট আবহশিল্পী শান্তনু বন্দোপাধ্যায় এবং বাংলাদেশ থেকে উপস্থিত ছিলেন বিশিষ্ট সঙ্গীতশিল্পী ডঃ সৈয়দা শাহরিয়া (লিপি)।
অনুষ্ঠানটি জালালাবাদ টিভির অফিসিয়াল ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে সরাসরি সম্প্রচার করা হয়।