আমিরাতের প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করবেন এম শাহিদুল হক সোহেল
প্রকাশিত হয়েছে : ১৫ আগস্ট ২০২০, ১:৩৬:১১ অপরাহ্ন
লন্ডন ডেস্কঃ আগামি ১৪ অক্টোবর ২০২০ থেকে জালালাবাদ টিভির সংযুক্ত আরব আমিরাতের প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করবেন এম শাহিদুল হক সোহেল।
জালালাবাদ অনলাইন টিভিতে বিভিন্ন সংবাদ, লাইভ অনুষ্ঠানে অংশগ্রহণ এবং সকল ধরণের বিজ্ঞাপনের জন্য এম. শাহিদুল হক সোহেলের সাথে ০০৯৭১-০৫৫৫৩৩৯০৭৬ নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ করা যাচ্ছে।
এছাড়াও যে কোন প্রয়োজনে জালালাবাদ টিভির লন্ডন স্টুডিওতে Jalalabadtv24@gmail.com ইমেইলে যোগাযোগ করতে পারেন।
জালালাবাদ টিভির সকল অনুষ্ঠান অফিসিয়াল ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল এবং ওয়েবসাইটে সরাসরি সম্প্রচার করা হয়।
লন্ডন ভিত্তিক জালালাবাদ টিভির অফিসিয়াল ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল এবং ওয়েবসাইটের লিংক হল।
- ফেসবুকঃ
- www.facebook.com/JalalabadTV
- ইউটিউবঃ
- www.youtube.com/Jtv24
- ওয়েবসাইটঃ
- www.jalalabad.tv